ইসলামে গান বাজনা কি হালাল না হারাম? কোরআন ও হাদিসের সুস্পষ্ট দলিল , Is it halal or haram to play music in Islam?

আপনারা এখানে প্রাক ইসলামি যোগ থেকে নিয়ে বর্তমান সময়ের ইসলামিক বিভিন্ন প্রশ্ন উত্তর পাবেন । আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেটা comment এর মাধ্যমে আমাদের পাঠিয়ে দিন , আপনার নাম সহ । আমরা আপনাদের প্রশ্ন যত্ন সহকারে পরবর্তি পোস্ট এ পাবলিশ করব ইংশা-আ্ললাহ । এখানে ধারাবাহিক ভাবে পার্ট বাই পার্ট দেয়া হবে ।
ইসলামে গান বাজনা কি হালাল না হারাম? কোরআন ও হাদিসের সুস্পষ্ট দলিল  Is it halal or haram to play music in Islam?


 আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।  সুপ্রিয়  দর্শক মন্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভাল আছেন, প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন আজকাল দেখা যায় যে গান-বাজনা কে এখন আর হারাম মানে করতে চায় না অথচ গান বাজনা হারাম তা কোরআন ও হাদিসের স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে। আর আমি তা আপনাদের মাঝে দুইটি পর্বে উপস্থাপন করার চেষ্টা করব আর আজকে হলো প্রথম পর্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন,


হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও


। আর হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা যেনা, রেশন নেশাদার দ্রব্য গান-বাজনা ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহি বুখারী হাদিস ৫৫৯০



ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ-জুয়া সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন। বায়হাকী /মিশকাত হাদিস নং৪৫০৩


হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না 

 তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম’ (ইবনে মাজাহ, মিশকাত হা/২৭৮০)।


হযরত নাফে রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত একদা ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন তিনি তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন অতঃপর তিনি আমাকে বললেন  নাফে তুমি কিছু শুনতে পাচ্ছ কি আমি বললাম, না ।তিনি তার দুই অঙ্গুল দুই কান হতে বের করে বললেন আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে তিনি এভাবে জিজ্ঞেস করেছিলেন আজ আমি যেভাবে তোমাকে জিজ্ঞেস করলাম সহি আবু দাউদ৪৯২৪

পবিত্র কোরআনের আয়াত এবং এই সমস্ত হাদীস থেকে আমরা যে বিষয় শিখতে পারলাম এবং জানতে পারলাম তা হল এই যে গান-বাজনা টোটালি হারাম তা নিষিদ্ধ এবং এর সাথে আমরা আরও যা শিখলাম তা হলো যে ভাগ্য নির্ধারক তীর এর দ্বারা লটারি বোঝানো হয়েছে আর লটারি হারাম। 


তাই আমাদেরকে তা পরিহার করতে হবে এবং  উল্লেখিত আয়াত ও হাদিসে যে সকল বিষয় বর্ণনা করা হয়েছে সেই সকল বিষয় থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে বিশেষ করে গান-বাজনার ক্ষেত্রে আমাদের কে দূরে থাকতে হবে গান-বাজনা বাদ্যযন্ত্র যাতে কোনভাবে আমাদের কানে  প্রবেশ করতে  না পারে  সেইজন্য  আমাদেরকে  সজাগ  থাকতে হবে। 

 আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে  গান বাজনা বাদ্যযন্ত্র  ভাগ্য নির্ধারক তীর  মদ  এবং  জয়া থেকে  আমাদেরকে  দূরে থাকার তাওফীক দান করুন।  আমিন  আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ৷

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন