প্রশ্ন ঃহাদিস এবং সুন্নাহ এর মধ্যে পার্থক্য কি?
উত্তর: হাদিস এবং সুন্নাহ এর মধ্যে কি পার্থক্য রয়েছে তা আমরা নিম্নোক্ত আলোচনা থেকে জানতে পারবো প্রথমেই আমরা হাদিস সম্পর্কে জানব হাদিস কি? এবং তারপরে আমরা জানব সুন্নাহ কি? এবং সুন্নাহ এবং হাদিসের মধ্যে কি কি মিল রয়েছে এবং কি কি পার্থক্য রয়েছে ।

হাদীসের পরিচয়:
হাদিস ,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা কাজ এবং মৌন সমর্থন কে হাদিস বলা হয় অর্থাৎ হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল হিসেবে যে কাজগুলো করেছেন যে কাজ গুলো আমাদের করতে বলেছেন এবং যে কাজের সমর্থন দিয়েছেন সে সকল কাজই হলো হাদিস ।
হাদীসের পরিচয় দিতে গিয়ে বুখারীর ভূমিকায় বলা হয়েছে, হাদিস এমন এলেম কে বলা হয় যার মাধ্যমে নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম কথা্,কাজ এবং তার অবস্থা সম্পর্কে জানা যায়।
মিশকাতের ভূমিকআতে বলা হয়েছে হাদিস এমন এলেম কে বলা হয় ।যার দ্বারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা,কাজ ও অনুমোদনকে জানা যায়।
এছাড়াও হাদিসের আরো সংজ্ঞা হল , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কথা কাজ এবং মৌন সমর্থন কে হাদীস বলা হয় ।
আবার সাহাবীদের কথা-কাজ কে হাদীস বলা হয়
সর্বোপরি হাদীস বলা হয়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর কথা -কাজ ও মৌন সমর্থন এবং সাহাবীদের কথা ও কাজকে হাদীস বলা হয়
সুন্নাহ এর পরিচয়:
-----------------------
সুন্নাহ শব্দের আভিধানিক অর্থ চলার পথ কর্মের রীতিনীতি ।.আর হাদীসের পরিভাষায় সুন্নাহ বলা হয় সেই পথ ওমতকে যে পথ ও মত অবলম্বন করে হুযুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম চলতেন ।
এটা ফিকহ শাস্ত্রের প্রচলিত সুন্নত নয়
ইমাম রাগেব রহমতুল্লাহি তার মুফরাদাত নামক গ্রন্থে লিখেছেন, যে পথ ও নিয়ম পদ্ধতি নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বাছাই করে নিতেন তাকেই সুন্নাহ বলা হয়
আল্লামা ইব্রাহিম মুসা সরণাতি তার মসহুর কিতাব “ আল মুয়াস্ফাকাত্ত লিখেছেন”নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত প্রমানিত বিষয়াদিকেই সুন্নাত বলা হয়।
কোন কোন সময় সুন্নতকে বিদআতের বিপরীত অর্থ ব্যবহার করা হয়
সুন্নত শব্দ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ও কাজের ব্যাপারে ব্যবহৃত হয় তেমনি ব্যবহার হয় সাহাবীদের অনুসৃত নীতি ও কর্মের পদ্ধতির ব্যাপারে
কখনো কখনো সুন্নতকে শুধু হাদিস অর্থ ব্যবহার করা হয়
সুতরাং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সমস্ত কথা কাজ এবং মৌন সমর্থন এবং সাহাবীদের কথা ও কাজকে
আর সুন্নত হল রাসূলুল্লাহ সাল্লাম এর বাস্তব কর্ম অর্থাৎ যা তিনি করে সাহাবীদেরকে নিজে করে শিখিয়ে দিয়ে গেছেন ।